About Course
আমরা AI থেকে কনটেন্ট লিখতে অনেকটা হিমশিম খেয়ে যাই, কারণ AI এর কনটেন্ট এসইও ফ্রেন্ডলি হয় না।
আবার কনটেন্ট রাইটারকে দিয়ে কনটেন্ট লেখানোও ব্যায়বহুল। তাই এই কোর্সে AI দিয়ে কিভাবে এসইও ফ্রেন্ডলি
কনটেন্ট লিখবেন সে সম্পর্কে জানতে পারবেন।
কোর্সের বৈশিষ্ট্যঃ
● এটা আপনাকে একটি Meaningful Content লেখার দক্ষতা তৈরী করতে সাহায্য করবেন।
● বিভিন্ন এআই টুলের ব্যবহার দেখানো হবে।
● বেসিক কনটেন্ট ফরমেট সম্পর্কে জানতে পারবেন।
● এআই কনটেন্ট কিভাবে অপ্টিমাইজ করবেন।
● এআই ব্যবহার করে কিভাবে ভালো মানের কনটেন্ট লিখবেন।
● এই কনটেন্টগুলো ব্যবহার করে কিভাবে ব্লগ সাইট বানাবেন সে সম্পর্কে জানতে পারবেন।
Course Content
Introduction to AI Content Writing
-
Class 1
14:33